অনলাইনে আছেন

  • জন ব্লগার

  • ২২ জন ভিজিটর

মৃত্যু এক অপরাজেয় সত্য

লিখেছেন কাজী তারেক বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩

 

 

 বোকা মানুষ ,কিচ্ছু বুঝেনা

 লেখা: কাজী তারেক

কত সুন্দর অট্টালিকা!  মনোমুগ্ধকর তার সাজ। অনেক পরিশ্রম আর ঘামের ফসল এ বাড়ি।

 

বাড়ি তৈরি করতে গিয়ে কতশত সুদের টাকা হয়তো লাগিয়েছেন,অন্যের সম্পদ আত্মসাৎ করে নিজের সম্পদ বানিয়েছো। শোভিত উদ্যান তৈরি করেছো ,একটু সুখে থাকার জন্য।

 

অথচ তুমি জানলেই না , এ কেবল অন্যের জন্য রেখে যাচ্ছ, তোমার এত কষ্ট কি তোমার নিজের জন্য? 

 

না তা কখনো নয়। বরং তোমার রব যেদিন তোমায় পাকড়াও করবেন সেদিন কেবল তোমার বোধশক্তি ফিরনে । তুমি বুঝতে পারবে তোমার করা ভুল,অন্যায় আর অপকর্মের পরিনতিটা কতটা নিদারুন যন্ত্রণা ।

আপনার পাপে ক্লান্ত শরীর যখনি পৃথিবী থেকে ঝরে যাবে ,কেবল সেদিনই তুমি বুঝবে , কে তোমার কতটা আপন এর আগে নয়!

 

সেদিন তুমি দেখতে পাবে দুনিয়াটা কতটা স্বার্থপর ,আর তাতে বসতি করা প্রিয় মানুষগুলা কতটা নিষ্ঠুর । তখন তোমার মূল্যহীন এ নিথর দেহটা বাড়ির উঠুন থেকে সরাতে তোমারই প্রিয় মানুষগুলা সবচেয়ে বেশি তাগাদা দিবে। সেদিন তুমি উপলব্ধি করবে যে আসলে কতটা বোকা আর ভ্রমের মধ্যে তুমি ছিলে।

তখন তোমার বারবার আফসোস হবে ,কিন্তু হায় তখন তো আর কিছুই করার থাকবেনা।

 

আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন : নিশ্চয়ই প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে(যার প্রাণ রয়েছে)

 

আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন।


#মৃত্যু #মৃত্যু #বোকা #মানুষ #কবর #স্বার্থপর #জীবন #সুখ
০ টি মন্তব্য      ৩৬ বার পঠিত         

লেখাটি শেয়ার করতে চাইলে: